যাযাবর আর নেই
আমি এক যাযাবর বলে যে মানুষটি নিজেকে বর্ণনা করেছিলেন তিনি শ্রী ভূপেন হাজারিকা I আজ বিকেল ৪.৩০ মিনিটে মুবাইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা গেলেন I তার বয়স হয়েছিল ৮৬ বছর I মাত্র ৯ বছর বয়সে নিজে গান লিখে তাতে সুর দিয়েছিলেন এই মানুষটি I সারা জীবনে তিনি অসংখ্য গান লিখেছেন এবং সুর দিয়েছেন I তার নিজের গানের গলাটি ছিল অদ্বিতীয় এবং অকৃতিম I বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের, হাহাকার শুনেও ও গঙ্গা তুমি বইছ কেন - বলে এই মানুষটিই দুর্বার প্রশ্নটি করেছিলেন I সেই ভালবাসার মানুষটিকে আজ আমরা চিরতরে হারালাম I তার গান, তার অমোঘ কীর্তিটুকু রয়ে গেল আমাদের পাথেও হিসাবে I