২২ তম রাজ্য ওয়ার্কিং কমিটি সভার রিপোর্ট
রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্যদের অনুপস্থিতির কারণে (কোরাম-এর অভাবে ) সভার কাজ মুলতুবি রাখা হয় . উপস্থিত সদস্য ও আমন্ত্রিতরা নিজদের মধ্য শিল্পের সংকট ও সংগঠন সম্পর্কে আলোচনা করেন . বকেয়া affiliation fees ও fund এর অবস্থা নিয়েও আলোচনা করেন . সভাতে উপস্থিত Domkol Milk Chilling Plant এর প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে ওই কেন্দ্রের শ্রমিকদের নবগঠিত "পশ্চিমবঙ্গ দুগ্ধ শিল্প শ্রমিক কর্মচারী ইউনিয়ন"(PBDSSK Union) এর সাথে যুক্ত করা হয় . ওই উদ্দ্যেশে আগামী ৪ ঠা মার্চ '২০১১ দোমকলে এক কর্মী সভার আয়োজন করা হবে . উক্ত সভাতে কমরেড মলয় নন্দী উপস্থিত থাকবেন . একই ভাবে আগামী ৩ রা মার্চ ' ২০১১ কিষান দুগ্ধ কর্মচারী সংগঠনের সভাতে কমরেড নন্দী উপস্থিত থাকবেন . কমরেড নন্দী "PBDSSK Union" হাওড়া মিল্টন ডেয়ারী ইউনিটের সভাতেও উপস্থিত থাকবেন .
আগামী ১২ ই মার্চ ' ২০১১ পরবর্তী রাজ্য ওয়ার্কিং কমিটির সভা বোলপুরে হবে বলে আপাত ভাবে স্থির হয়েছে .
রাজ্য ওয়ার্কিং কমিটির পক্ষে প্রকাসিত
No comments:
Post a Comment