Welcome

We welcome to view this site as it reflects the state of the art of the dairy industry in West Bengal and the options remaining before the workers of the dairy industry to enhance their standard of living. You can post your views, suggestions etc against each publications which appear in this page or email us at wbsdef@gmail.com or wbsdef@yahoo.co.in

Search This Blog

Saturday, February 19, 2011

২২ তম রাজ্য ওয়ার্কিং কমিটি সভার রিপোর্ট  

রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্যদের অনুপস্থিতির কারণে (কোরাম-এর অভাবে )  সভার কাজ মুলতুবি রাখা হয় . উপস্থিত সদস্য ও আমন্ত্রিতরা নিজদের মধ্য শিল্পের সংকট ও সংগঠন সম্পর্কে আলোচনা করেন . বকেয়া affiliation fees ও fund এর অবস্থা নিয়েও আলোচনা করেন . সভাতে উপস্থিত Domkol Milk Chilling Plant এর প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে ওই কেন্দ্রের শ্রমিকদের  নবগঠিত "পশ্চিমবঙ্গ দুগ্ধ শিল্প শ্রমিক কর্মচারী ইউনিয়ন"(PBDSSK Union) এর সাথে যুক্ত করা হয় . ওই উদ্দ্যেশে আগামী ৪ ঠা মার্চ '২০১১ দোমকলে এক কর্মী সভার আয়োজন করা হবে . উক্ত সভাতে কমরেড মলয় নন্দী উপস্থিত থাকবেন . একই ভাবে আগামী ৩ রা মার্চ ' ২০১১ কিষান দুগ্ধ কর্মচারী সংগঠনের সভাতে কমরেড নন্দী উপস্থিত থাকবেন . কমরেড নন্দী "PBDSSK Union" হাওড়া মিল্টন ডেয়ারী ইউনিটের সভাতেও উপস্থিত থাকবেন . 

আগামী ১২ ই মার্চ ' ২০১১ পরবর্তী রাজ্য ওয়ার্কিং কমিটির সভা বোলপুরে হবে বলে আপাত ভাবে স্থির হয়েছে . 

   রাজ্য ওয়ার্কিং কমিটির পক্ষে প্রকাসিত     

No comments:

Post a Comment