Welcome

We welcome to view this site as it reflects the state of the art of the dairy industry in West Bengal and the options remaining before the workers of the dairy industry to enhance their standard of living. You can post your views, suggestions etc against each publications which appear in this page or email us at wbsdef@gmail.com or wbsdef@yahoo.co.in

Search This Blog

Sunday, July 31, 2011

নোটিস
আগামী ১১ই আগস্ট'২০১১ (বৃহস্পতিবার), সকাল ১১ টায়, মাদার ডেয়ারী সল্টলেক সিটি অফিসে সংগঠনের ২৩ তম রাজ্য ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হবে Iঐ সভায় সকল রাজ্য কমিটির সদস্যদের এবং প: ব: দুগ্ধ শিল্প শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিটি ইউনিট 
সম্পাদক/প্রতিনিধিদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হ'ল I  
 সাধারণ সম্পাদক  
তাং : ৩১শে জুলাই'২০১১

Thursday, July 21, 2011

তৃণমূলের ২১শে জুলাই পালন 

ব্রিগেডে মিটিং হ'ল I ঝড়, বৃষ্টি, জলকে উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ ব্রিগেডে মা-মাটি-মানুষের সরকারের একাধারে শহীদ দ্বিবস ও বিজয় দ্বিবস পালন অনুষ্ঠানে হাজির হয়েছিল I সভা আলো করে উপস্থিত ছিল তথাকথিত  পরিবর্তন পন্থী বিদ্বজনেরা, তৃনমূল দলের ছোট বড় না না মাপের ও মানের নেতা নেত্রী, মন্ত্রী সান্ত্রী এবং ২১শে জুলাই পুলিসের গুলিতে মৃত শহীদ পরিবারের প্রতিনিধিরা I সভা নৃত্য গীত পরিবেশন করেন শতাব্দী রায়, দেবশ্রী রায়, নচিকেতা সহ আরো অনেকে I বিধানসভা নির্বাচনে তৃনমূল দলের বিজয়কে শহীদদের উদ্দেশ্যে উত্সর্গ করে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখে মূলত চলচিত্র জগতের মানুষজন ও ক'এক জন পরিবর্তন পন্থী বিদ্বজন I সভায় রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে একমাত্র বক্তা হলেন তৃনমূল নেত্রী স্বয়ং শ্রীমতি মমতা ব্যানার্জি I এই রাজ্যের মানুষ ব্রিগেডে বহু সভা দেখেছেন I কিন্তু এমন বিরল প্রকৃতির সভা সম্ভবত এই প্রথম দেখল এই রাজ্যের মানুষ I যে সভায় কেবল নৃত্য গীত পরিবেশন করেন রাজ্যসভা , লোকসভা ও বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা আর রাজনৈতিক নেতা নেত্রীরা তাদের বক্তব্য পেশ করেন না, তারা থাকেন রঙ্গমঞ্চের পর্দার আড়ালে I জনসভা যেন তৃনমূল দলের বা মা-মাটি-মানুষের সরকারের নয়, কেবল একটিমাত্র ব্যাক্তি মানুষের I তিনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী I তিনি তৃনমূল নেত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি I 


তৃনমূল নেত্রী কথায় কথায় গণআন্দোলনের এবং গণতন্ত্রের কথা আওরান I  প্রশ্ন জাগে কোন গণআন্দোলনের ও গণতন্ত্রের কথা আওরান উনি I সিঙ্গুর নন্দীগ্রামের যে আন্দোলনের উপর ভর করে উনি ক্ষমতায় আরোহন করেছেন I তা কি কেবল উনি একা করেছিলেন I না তা নয় I সরকার বিরোধী কৃষি জমি রক্ষার আন্দোলনে অগনিত বাম মনস্ক সাধারণ মানুষজনই হলেন ওই আন্দোলনের মূল রূপকার I  ওই আন্দোলনগুলোতে নেপথ্যে ও প্রকাশ্যে সমর্থন দিয়েছিল SUCI, PDS এর মত কিছু ছোট বড় বেশ কিছু দল I তাদের সকলের কথা আজ নাহয় বাদই রাখি I বিধানসভা নির্বাচনে জয়ে তার  তৃনমূল দলের আর কোনো নেতার কি কোনো অবদান বা ভুমিকাই নেই I তৃনমূল দলেরই কোনো নেতা নেত্রীকে জনসভায় বক্তব্য রাখতে না দেওয়ার কারণ কি ? কোনো গণতান্ত্রিক দলে এহেন কান্ড কারখানা কল্পনা করা যায় I জনসভায় কেবল নাচা গানা করেন নেতা নেত্রীরা আর রাজনৈতিক বক্তা কেবল একজন I 


পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যাবে হিটলার, মুসোলিনি, তোজো একদিন এভাবেই বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা দখল করেছিল I একইভাবে তারা মুখে গণতন্ত্রের কথা আওড়ে জনগণেরই টুটি টিপে ধরেছিল I ২১শে জুলাই ২০১১ কি তেমনি ইঙ্গিত দিচ্ছে না ?