তৃণমূলের ২১শে জুলাই পালন
ব্রিগেডে মিটিং হ'ল I ঝড়, বৃষ্টি, জলকে উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ ব্রিগেডে মা-মাটি-মানুষের সরকারের একাধারে শহীদ দ্বিবস ও বিজয় দ্বিবস পালন অনুষ্ঠানে হাজির হয়েছিল I সভা আলো করে উপস্থিত ছিল তথাকথিত পরিবর্তন পন্থী বিদ্বজনেরা, তৃনমূল দলের ছোট বড় না না মাপের ও মানের নেতা নেত্রী, মন্ত্রী সান্ত্রী এবং ২১শে জুলাই পুলিসের গুলিতে মৃত শহীদ পরিবারের প্রতিনিধিরা I সভা নৃত্য গীত পরিবেশন করেন শতাব্দী রায়, দেবশ্রী রায়, নচিকেতা সহ আরো অনেকে I বিধানসভা নির্বাচনে তৃনমূল দলের বিজয়কে শহীদদের উদ্দেশ্যে উত্সর্গ করে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখে মূলত চলচিত্র জগতের মানুষজন ও ক'এক জন পরিবর্তন পন্থী বিদ্বজন I সভায় রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে একমাত্র বক্তা হলেন তৃনমূল নেত্রী স্বয়ং শ্রীমতি মমতা ব্যানার্জি I এই রাজ্যের মানুষ ব্রিগেডে বহু সভা দেখেছেন I কিন্তু এমন বিরল প্রকৃতির সভা সম্ভবত এই প্রথম দেখল এই রাজ্যের মানুষ I যে সভায় কেবল নৃত্য গীত পরিবেশন করেন রাজ্যসভা , লোকসভা ও বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা আর রাজনৈতিক নেতা নেত্রীরা তাদের বক্তব্য পেশ করেন না, তারা থাকেন রঙ্গমঞ্চের পর্দার আড়ালে I জনসভা যেন তৃনমূল দলের বা মা-মাটি-মানুষের সরকারের নয়, কেবল একটিমাত্র ব্যাক্তি মানুষের I তিনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী I তিনি তৃনমূল নেত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি I
তৃনমূল নেত্রী কথায় কথায় গণআন্দোলনের এবং গণতন্ত্রের কথা আওরান I প্রশ্ন জাগে কোন গণআন্দোলনের ও গণতন্ত্রের কথা আওরান উনি I সিঙ্গুর নন্দীগ্রামের যে আন্দোলনের উপর ভর করে উনি ক্ষমতায় আরোহন করেছেন I তা কি কেবল উনি একা করেছিলেন I না তা নয় I সরকার বিরোধী কৃষি জমি রক্ষার আন্দোলনে অগনিত বাম মনস্ক সাধারণ মানুষজনই হলেন ওই আন্দোলনের মূল রূপকার I ওই আন্দোলনগুলোতে নেপথ্যে ও প্রকাশ্যে সমর্থন দিয়েছিল SUCI, PDS এর মত কিছু ছোট বড় বেশ কিছু দল I তাদের সকলের কথা আজ নাহয় বাদই রাখি I বিধানসভা নির্বাচনে জয়ে তার তৃনমূল দলের আর কোনো নেতার কি কোনো অবদান বা ভুমিকাই নেই I তৃনমূল দলেরই কোনো নেতা নেত্রীকে জনসভায় বক্তব্য রাখতে না দেওয়ার কারণ কি ? কোনো গণতান্ত্রিক দলে এহেন কান্ড কারখানা কল্পনা করা যায় I জনসভায় কেবল নাচা গানা করেন নেতা নেত্রীরা আর রাজনৈতিক বক্তা কেবল একজন I
পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যাবে হিটলার, মুসোলিনি, তোজো একদিন এভাবেই বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা দখল করেছিল I একইভাবে তারা মুখে গণতন্ত্রের কথা আওড়ে জনগণেরই টুটি টিপে ধরেছিল I ২১শে জুলাই ২০১১ কি তেমনি ইঙ্গিত দিচ্ছে না ?
তৃনমূল নেত্রী কথায় কথায় গণআন্দোলনের এবং গণতন্ত্রের কথা আওরান I প্রশ্ন জাগে কোন গণআন্দোলনের ও গণতন্ত্রের কথা আওরান উনি I সিঙ্গুর নন্দীগ্রামের যে আন্দোলনের উপর ভর করে উনি ক্ষমতায় আরোহন করেছেন I তা কি কেবল উনি একা করেছিলেন I না তা নয় I সরকার বিরোধী কৃষি জমি রক্ষার আন্দোলনে অগনিত বাম মনস্ক সাধারণ মানুষজনই হলেন ওই আন্দোলনের মূল রূপকার I ওই আন্দোলনগুলোতে নেপথ্যে ও প্রকাশ্যে সমর্থন দিয়েছিল SUCI, PDS এর মত কিছু ছোট বড় বেশ কিছু দল I তাদের সকলের কথা আজ নাহয় বাদই রাখি I বিধানসভা নির্বাচনে জয়ে তার তৃনমূল দলের আর কোনো নেতার কি কোনো অবদান বা ভুমিকাই নেই I তৃনমূল দলেরই কোনো নেতা নেত্রীকে জনসভায় বক্তব্য রাখতে না দেওয়ার কারণ কি ? কোনো গণতান্ত্রিক দলে এহেন কান্ড কারখানা কল্পনা করা যায় I জনসভায় কেবল নাচা গানা করেন নেতা নেত্রীরা আর রাজনৈতিক বক্তা কেবল একজন I
পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যাবে হিটলার, মুসোলিনি, তোজো একদিন এভাবেই বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা দখল করেছিল I একইভাবে তারা মুখে গণতন্ত্রের কথা আওড়ে জনগণেরই টুটি টিপে ধরেছিল I ২১শে জুলাই ২০১১ কি তেমনি ইঙ্গিত দিচ্ছে না ?
No comments:
Post a Comment