বিজ্ঞপ্তি
সংগঠনের পরবর্তী (২৩তম) রাজ্য ওয়ার্কিং কমিটির সভা (মুলতুবি) আগামী ১৪ই অক্টোবর ২০১১ (শুক্রুবার) সকাল ১০.৩০ মিনিটে শ্রমিক ভবনে পুনরায় অনুষ্ঠিত হবে I উক্ত সভায় কমরেড অমিতাভ নন্দী (প্রাক্তন এম.পি) ও কমরেড শান্তশ্রী চ্যাটার্জি (প্রাক্তন এম.পি) উপস্থিত থাকবেন I ঐ সভায় রাজ্য কমিটির সকল সদস্য সহ "পশ্চিমবঙ্গ দুগ্ধ শিল্প শ্রমিক কর্মচারী ইউনিয়নের" কেন্দ্রীয় কমিটি ও প্রতিটি ইউনিট কমিটির প্রতিনিধিদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে I
No comments:
Post a Comment