২২ তম রাজ্য ওয়ার্কিং কমিটি সভার রিপোর্ট
গত ৮ই জুন'২০১১ সকাল ১১ টায় মাদার ডেয়ারী সল্ট লেক সিটি অফিসে অনুষ্ঠিত হ'ল সংগঠনের ২২ তম রাজ্য ওয়ার্কিং কমিটির সভা I সভায় উপস্থিত ছিলেন কমরেড সুবোধ গাঙ্গুলি, মলয় নন্দী, আলোক রায়, অমরনাথ মুখার্জি, শঙ্কর বিশ্বাস, মিলন মজুমদার, আম্বরিশ নাগ বিশ্বাস, নিখিল মজুমদার, জয়ন্ত আচার্য্য, তাপস পাল এবং অভিজিত রায় I এছাড়া একজন অথিতি উপস্থিত ছিলেন I
সভার শুরুতে জাপানের বিধ্বংসী ভূমিকম্প ও সুনামিতে নিহত, মিশর ও লিবিয়াতে সরকার বিরোধী লড়াইতে এবং চলতি বিধানসভা নির্বাচনের সময়ে নিহত বামপন্থী কর্মীদের স্মৃতির উদ্দ্যেশে এক মিনিট নিরবতা পালন করা হয় I এর পর সম্পাদক তার লিখিত রিপোর্ট সভায় আলোচনার জন্য পেশ করেন I রিপোর্টে সংগঠনের দাবি দাওয়া আদায়ে অসফল হওয়ার কারণ হিসাবে বলা হয়েছে, "সংগঠন বামফ্রন্ট সরকারকে শ্রমিক দরদী ও বন্ধু সরকার মনে করায়, শত প্রয়োজন থাকা সত্ত্বেও সংগঠন সরকারকে বিব্রত না করতে কোনো আন্দোলন গড়ে তোলেনি I ফলে সরকারকে রক্ষ্যা করতে গিয়ে শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের দিকটি অবহেলিত থেকেছে" I রিপোর্ট পেশ করার পর উপস্থিত সদস্যরা বিস্তারিতভাবে আলোচনা করেন I আলোচনা শেষে সম্পাদকের রিপোর্টকে সভা সম্পূর্ণরূপে বাতিল করে I
সভায় সর্বসম্মতিতে পরবর্তী ২৩ তম সভার দিন আগামী ১০ ই আগস্ট'২০১১ সকাল ১১ টায় মাদার ডেয়ারী সিটি অফিসে অনুষ্ঠিত হবে বলে সিধান্ত গৃহীত হয় I সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা সমাপ্তির কথা ঘোষণা করেন I
No comments:
Post a Comment