সংগঠনের তরফে নিম্নলিখিত সৌজন্য সাক্ষাতের চিঠিটি গত ১০/০৬/১১ তারিখে রেজিস্টার্ড পোস্ট ও ফ্যাক্স মারফত মাননীয় মন্ত্রী মহোদয়কে পাঠানো হয়েছে I
মানণীয় শ্রী নুরে আলম চৌধুরী, বিভাগীয় মন্ত্রী
প্রাণী পালন ও দোহ উন্নয়ন দপ্তর
পশ্চিমবঙ্গ সরকার
রাইটার্স বিল্ডিং- ক’লকাতা
বিষয়:- সৌজন্যমূলক সাক্ষাতের অনুরোধ
মানণীয় মহাশয়,
পত্রের গোড়াতেই সংগঠনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা । আপনার মত একজন প্রথিতযশা ব্যাক্তিত্ব প্রাণী পালন ও দোহ উন্নয়ন দপ্তরের মত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দ্বায়িত্ব গ্রহন করায়, আমরা অত্যন্ত আনন্দিত ।
প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, আমাদের সংগঠন ১৯৮৮ সাল থেকেই এই রাজ্যের ডেয়ারী শিল্পের সঙ্গে
যুক্ত শ্রমিক - কর্মচারীদের সার্থে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছে । বর্তমানে এই রাজ্যে ডেয়ারী শ্রমিক - কর্মচারীদের প্রতিনিধিত্বকারি মোট ১৭ টি ট্রেড ইউনিয়ন সংগঠন আমাদের সংঘের সক্রিয় সদস্য । কেন্দ্রীয়ভাবে ডেয়ারী শিল্পের ও শ্রমিক - কর্মচারীদের বিভিন্ন সমস্যার সুষ্টু সমাধানে আমাদের সংঘ চিরদিন দপ্তরের প্রধান সচীব সহ মানণীয় মন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা ও পারস্পরিক সহযোগীতার পথে অগ্রসর হয়েছে । সংঘ আগামী দিনেও সমস্যার সুষ্টু সমাধানে একইভাবে আলাপ আলোচনা ও পারস্পরিক সহযোগীতার পথে অবিচল থাকবে ।
মহাশয়, আমরা সংঘের প্রতিনিধিরা আপনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে চাই । আমাদের সঙ্গেসাক্ষাতের দিন, স্থান ও সময় সত্ত্বর জানাতে অনুরোধ করছি ।
ধণ্যবাদান্তে,
পশ্চিমবঙ্গ রাজ্য ডেয়ারী এমপ্লয়ীজ ফেডারেশনের পক্ষে
অভিজিত রায়
সাধারন সম্পাদক
No comments:
Post a Comment