Welcome

We welcome to view this site as it reflects the state of the art of the dairy industry in West Bengal and the options remaining before the workers of the dairy industry to enhance their standard of living. You can post your views, suggestions etc against each publications which appear in this page or email us at wbsdef@gmail.com or wbsdef@yahoo.co.in

Search This Blog

Wednesday, June 15, 2011


 সংগঠনের তরফে নিম্নলিখিত সৌজন্য সাক্ষাতের চিঠিটি গত ১০/০৬/১১ তারিখে রেজিস্টার্ড পোস্ট ও ফ্যাক্স মারফত মাননীয় মন্ত্রী মহোদয়কে পাঠানো হয়েছে I


মানণীয় শ্রী নুরে আলম চৌধুরী, বিভাগীয় মন্ত্রী
প্রাণী পালন ও দোহ উন্নয়ন দপ্তর
পশ্চিমবঙ্গ সরকার
রাইটার্স বিল্ডিং- ক’লকাতা


বিষয়:- সৌজন্যমূলক সাক্ষাতের অনুরোধ


মানণীয় মহাশয়,    
                 
পত্রের গোড়াতেই সংগঠনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক   শুভেচ্ছা । আপনার মত একজন  প্রথিতযশা   ব্যাক্তিত্ব প্রাণী পালন ও দোহ উন্নয়ন দপ্তরের মত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দ্বায়িত্ব গ্রহন করায়, আমরা  অত্যন্ত আনন্দিত ।

প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, আমাদের  সংগঠন  ১৯৮৮ সাল  থেকেই  এই  রাজ্যের ডেয়ারী  শিল্পের সঙ্গে
যুক্ত শ্রমিক -  কর্মচারীদের   সার্থে    নিরবিচ্ছিন্নভাবে কাজ  করে  আসছে । বর্তমানে এই  রাজ্যে  ডেয়ারী   শ্রমিক -  কর্মচারীদের প্রতিনিধিত্বকারি  মোট ১৭ টি  ট্রেড  ইউনিয়ন  সংগঠন  আমাদের  সংঘের  সক্রিয়  সদস্য ।  কেন্দ্রীয়ভাবে  ডেয়ারী  শিল্পের  ও  শ্রমিক -  কর্মচারীদের বিভিন্ন সমস্যার  সুষ্টু সমাধানে  আমাদের  সংঘ  চিরদিন  দপ্তরের  প্রধান  সচীব  সহ  মানণীয়  মন্ত্রীর সঙ্গে আলাপ  আলোচনা  ও  পারস্পরিক  সহযোগীতার  পথে  অগ্রসর হয়েছে ।  সংঘ  আগামী  দিনেও  সমস্যার  সুষ্টু সমাধানে  একইভাবে  আলাপ  আলোচনা  ও  পারস্পরিক  সহযোগীতার  পথে  অবিচল থাকবে ।

মহাশয়,  আমরা  সংঘের  প্রতিনিধিরা আপনার  সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে  চাই । আমাদের  সঙ্গেসাক্ষাতের দিন, স্থান ও  সময়  সত্ত্বর জানাতে  অনুরোধ করছি ।

ধণ্যবাদান্তে,


পশ্চিমবঙ্গ রাজ্য ডেয়ারী  এমপ্লয়ীজ ফেডারেশনের পক্ষে
অভিজিত রায়        
সাধারন  সম্পাদক 

No comments:

Post a Comment