বিশেষ বর্ধিত সভার রিপোর্ট
মহা উত্সাহ ও উদ্দীপনার মধ্যে গত ২০শে অক্টোবর'২০১১ অনুষ্ঠিত হ'ল সংগঠনের বিশেষ বর্ধিত সভা I পূর্ব ঘোষণা মত সভায় উপস্থিত ছিলেন কম: অমিতাভ নন্দী ও কম: শান্তশ্রী চ্যাটার্জী I এছাড়াও সভায় অধিকাংশ জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন I সভায় দুগ্ধ শিল্পের অবস্থা, বিধানসভা নির্বাচনোত্তর পরিস্থিতে সংগঠনের সামনে চ্যালেঞ্জ সমূহ , সংগঠনের শক্তি ও দুর্বলতা সমূহ এবং সংগঠনের বর্তমান আর্থিক অবস্থা ইত্যাদি বিষয়ে সদস্যরা খোলামেলা আলোচনা করেন I সভায় সিধান্ত হয়
১) প্রাথমিক দুগ্ধ সমবায়ের কর্মীদেরকেও সংগঠনের সদস্যপদ দেওয়া হবে I ২) সম্পাদক কর্মচারীদের সাধারণ অথচ: মূল মূল অর্থনৈতিক দাবি ও শিল্পকে বিকশিত করবার মূল মূল দাবিগুলোকে পুনর্গঠন করবেন I
৩) কোষাধক্ষ সকল অনুমোদিত ট্রেড ইউনীয়ন্গুলোকে তাদের বকেয়া চাদার (subscription) পরিমান জানিয়ে এবং ডিসেম্বর মাসের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেবেন I
৪) পরবর্তী সভার দিন আলোচনা করেই স্থির করা হবে I
No comments:
Post a Comment