স্রষ্ট্রার চিরবিদায়
যে মানুষরা আধুনিক বিশ্বে - স্বপ্ন দেখতে, স্বপ্নকে ছুতে আর নিজের উপর আস্থা রেখে অসম্ভবকে সম্ভব করতে শিখিয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন স্টিভ জবস I মার্কিন নিবাসী এই মানুষটি প্রায় একার প্রচেষ্টায় আবিস্কার করেছিলেন আধুনিক ডেস্কটপ আপেল কম্পুটার , আই পড, আই প্যাড, আই ফোন, আই ক্লাউদ, আই মিউসিক ইত্যাদি I যা এক কোথায় বিশ্বয়কর-ই নয় দুরন্ত I
প্রথাগত শিক্ষা ব্যবস্থার সুযোগ গ্রহণ না করে বরং তার বাইরে থেকে একজন মানুষ যে আধুনিক যুগেও, বিশেসত technology নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে, তা স্টিভ জবসকে না দেখলে, না জানলে বিশ্বাস করাই শক্ত I
সেই মানুষটি আজ আর আমাদের মাঝে নেই I মাত্র ৫৬ বছর বয়সে দুরারোগ্য কান্সারে আক্রান্ত এই মানুষটি গত ৫ই অক্টোবর মারা গেলেন I আমরা বর্তমান যুগের এক বড় মাপের বিজ্ঞানী তথা বিজ্ঞানের এক মস্ত জাদুকরকে হারালাম I
No comments:
Post a Comment