Welcome

We welcome to view this site as it reflects the state of the art of the dairy industry in West Bengal and the options remaining before the workers of the dairy industry to enhance their standard of living. You can post your views, suggestions etc against each publications which appear in this page or email us at wbsdef@gmail.com or wbsdef@yahoo.co.in

Search This Blog

Monday, December 10, 2012


গত ৮ই ডিসেম্বর ২০১২,  সল্টলেকের পূর্বাঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত "দুগ্ধ দিবস" উপলক্ষে অনুষ্ঠান হয়ে গেল। ঐ অনুষ্ঠান শুরু হতেই পূর্ব পরিকল্পনা মাফিক হুগলী, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদের আঞ্চলিক তৃণমূল নেতৃত্ব সহ কতিপয় জেলা স্তরের দুগ্ধ সমবায়ের অফিসার ও কর্মীদের প্ররোচনায় দুধের দাম বৃদ্ধির দাবীকে সামনে রেখে দুধ চাষিদের পেছন থেকে চিৎকার চেঁচামেচি করতে উৎসাহ যোগায়। দুধ চাষিরা সভায় তাদের প্রতিনিধিদের (নেতাদের) বক্তব্য রাখতে দিতে হবে দাবী জানাতে থাকে। মঞ্চে উপস্থিত সরকারী অফিসাররা পরিস্থিতির গতিপ্রকৃতি আন্দাজ না করতে পেরে অসুভ চালে পা দিয়ে ফেলেন এবং ঐ নেতাদের মঞ্চে বক্তব্য রাখতে ডেকে বসেন। এই সুযোগটি কাজে লাগিয়ে ঐ নেতৃত্ব সভায় উপস্থিত দুধ চাষিদের উত্তেজিত করতে উত্তেজক বক্তব্য রাখে। এর পরেই সমগ্র পরিস্থিতিটি আয়োজকদের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। ওইসব জেলার দুধ চাষিরা দুধের দাম বৃদ্ধির দাবিতে দল বেঁধে সকলে মঞ্চে উঠে পরে ও মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সরকারি  অফিসারদের ঘেরাও করে তাদের কাছে দুধের দাম বৃদ্ধির দাবী জানাতে থাকে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটা বুঝে, ঐ নেতারাই আবার পেছন থেকে দুধ চাষিদের মঞ্চ থেকে নামিয়ে আনে এবং ক্ষুব্ধ দুধ চাষিদের নিয়ে পথ অবরোধের ডাক দেয় এবং যতক্ষণ পর্যন্ত দাবী না মিটছে ততক্ষণ অবরোধ চলবে বলে ঘোষণা করে। তবে পুলিসি হস্তক্ষেপে আধ ঘণ্টার মধেই পথ অবরোধ উঠে যায়।

আমাদের সংগঠন সব সময়েই প্রকৃত দুধ চাষিদের স্বার্থে দুধের লাভজনক মূল্য প্রদানের দাবী জানিয়ে এসেছে। অতীতেও আমাদের সংগঠন বহুবার এই বিষয়ে পূর্বতন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করে দাবিগুলোর সুষ্ঠু মীমাংসায় সচেষ্ট থেকেছে। আগামীতেও আমাদের সংগঠন প্রকৃত দুধ চাষিদের যে কোন ন্যায্য দাবি আদায়ের সপক্ষে আন্দোলন সংগ্রামকে সমর্থন জানাবে। কিন্তু কোন অবস্থাতেই অ- কৃষক, দালাল ও অসাধু ব্যেক্তিদের প্ররোচনায়  অসদ উদ্দেশ্যে ও কায়েমি স্বার্থে দুধ চাষিদের নামে পরিচালিত কোন  আন্দোলন সংগ্রামের তীব্র ভাষায় নিন্দা করে।        


3 comments:

  1. very interesting article. Keep it up. Thanks for sharing.
    https://realcracks.org/

    ReplyDelete
  2. I am full time freelancer and blogger.This is my site.
    https://freewincrack.com/

    ReplyDelete